কিন্তু সানি এই ভোলবদলের পিছনে কিছু রহস্য রয়েছে। আর তা খোলসা করলেন পরিচালক নিজেই। ছবির ট্রেলর মুক্তির পরই তা দর্শকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। তাই ছবি মুক্তির আগে দর্শকদের বিশেষ চমক দিতে চাইছেন মিলাপ। সানির কেরিয়ারে হিটের তালিকায় সবার প্রথমে রয়েছে ‘বেবি ডল’। তাই ‘মস্তিজাদে’-র জন্য সেই ‘বেবি ডল’-কেই নতুন করে ফিরিয়ে আনছেন তিনি। গানের কথা আর সুরে সামান্য কিছু বদল থাকলেও মূল পাঞ্চ একই থাকবে। আর সানি তো রয়েছেনই। ‘বেবি ডল’-এ ভরপুর থাকবে তাঁর আবেদন।
(5)