ইংরেজী ভাষাভাষির ভিতর বেড়ে ওঠা মধু কবি তাঁর সাহিত্যে স্বদেশ প্রেম, বাঙ্গালী সংস্কৃতিকে কখনও ভুলতে পারেন নি। সূদূর ভার্সাই নগরীতে বসে তিনি লিখেছেন মার্তৃদুগ্ধসম কপোতাক্ষ নদকে নিয়ে।
প্রাচ্যের কৃষ্টি কালচারে বেড়ে উঠলেও তিনি তার সাহিত্যে বারংবার ফিরে এসেছেন জন্মভুমি তথা বাঙ্গালী জাগরণে। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউন অফ কালচারের গবেষক ড. পূর্বা সেন গুপ্ত।
আলোচনায় অংশ নেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ মহারাজ, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ডুমুরিয়া কলেজের অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল ও যশোর তির্যক সম্পাদক দিপাংকর দাস রতন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাঃ গোলাম মোস্তফা ও কেশবপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল বারী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খুলনা সরকারী বিএল কলেজের সহকারি অধ্যাপক ড. সবুজ শামীম আহসান। আলোচনানুষ্ঠান পূর্বে ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
-এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(9)