খানজাহান আলী থানা প্রতিনিধি: সদ্য দায়িত্বপ্রাপ্ত খুলনা মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে। আজ বুধবার বেলা ১১টায় বিএনপির আহবায়ক এ্যাড শফিকুল আলম মনার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় মহানগর যুবদলের সাংগঠানিক সম্পাদক আব্দুল আজিজ সুমনসহ মহানগর, সদর থানা, সোনাডাঙ্গা, খালিশপুর থানা, দৌলতপুর থানা ও খানজাহান আলী থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মহানগর যুবদলের সভাপতি মাহবুবুল হাসান পিয়ারু কারাগারে থাকায় দলের ১ম সহ-সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
(1)