চুকনগর প্রতিনিধি ॥ মাগুরাঘোনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ রফিকুল ইসলাম হেলালের নেতৃত্বে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে শোক দিবসের র্যালীটি আঁঠারমাইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য নিছার উদ্দীন শেখ, আব্দুল খালেক বিশ্বাস, আকিম উদ্দীন গাজী, আব্দুল আজিজ, আব্দুল মান্নান, হায়দার আলী মোড়ল, আনিচুর রহমান, মফিজুর রহমান, মতিয়ার বিশ্বাস, শহিদুল ইসলাম মোড়ল, মাজেদুল ইসলাম, টুকু মোলঙ্গী, মাহাবুর রহমান, মফিজুর রহমান, আব্দুল্ল্হা চৌধুরী, আশিক প্রমুখ।
(0)