imageবয়স মাত্র ১০। আর তাতেই পরিচালক হিসেবে হাতেখড়ি হল সামাইরার। তা হবে নাই বা কেন? সে তো বলিউডের বিখ্যাত কপূর পরিবারের পঞ্চম প্রজন্ম। করিশ্মা কপূরের মেয়ে সামাইরা। ইতিমধ্যেই সে তৈরি করে ফেলেছে একটি শর্ট ফিল্ম। সম্প্রতি তা দেখানো হল দেখালো হল হায়দরাবাদে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যালে।

ছবিতে নিজের অভিনয় দক্ষতাও দেখিয়েছে ছোট্ট সামাইরা। পাশাপাশি সামলেছে সিনেমাটোগ্রাফারের ভূমিকাও। জানা গিয়েছে, দু’বছর আগে তৈরি এই ছবির ক্রিয়েটিভ টিমে ছিলেন সইফ আলি খানের ছেলে ইব্রাহিম এবং শেখর কপূরের মেয়ে কাবেরী কপূরও। ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন করিশ্মা এবং করিনা।

 মেয়ের এই হাতেখড়িতে দারুণ খুশি করিশ্মা। জানালেন, ‘‘ছোটদের জন্য এটা দারুণ সুযোগ। সামাইরাও এতে অংশ নেওয়ায় আমি খুব খুশি।’’ পর্দায় নিজের মতোই এক ছোট্ট মেয়ের গল্প বলেছে সামাইরা। যে শপিংয়ে বেরিয়েছে। কিন্তু অন্যদের দামি দামি জিনিস কিনতে দেখে বেশ হিংসে হচ্ছে তার। ভবিষ্যতে কি বলিউডেই কেরিয়ার গড়বে সামাইরা? করিশ্মার কথায়, মেয়ে যা করতে চাইবে তাতেই সমর্থন পাবে পরিবারের।