রোটারি ক্লাব, ঢাকা ওয়ান আরআইডি-৩২৮১ গত শনিবার এই এওয়ার্ড প্রদান করেন। এজন্য ঢাকা’র একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে রোটারী ক্লাব, ঢাকা ওয়ান, এর এসেম্বলী সভা অনুষ্ঠিত হয়। সভায় রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্ণর এসএএম শওকত হোসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পরিত্রাণ এর সহকারী পরিচালক বিকাশ দাশ এর নিকট উক্ত সম্মাননা এওয়ার্ড প্রদান করেন।
সম্মননা গ্রহনকালে বিকাশ দাশ বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক ও বর্ণবৈষম্যের কারনে দলিতদের জীবনমান, অবস্থা ও অবস্থানসমূহ তুলে ধরেন। এসময় প্রধান অতিথি এসএএম শওকত হোসাইন বাংলাদেশে দলিত তথা অবহেলিত এ জনগোষ্ঠীর মানবাধিকার নিয়ে পরিত্রাণের কর্মকান্ড’র ভূয়সী প্রশংসা করেন।
এওয়ার্ড প্রদানের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারি ক্লাব, ঢাকা এর প্রেসিডেন্ট কাজী আহমেদ মনোয়ার। কম্যুনিটির উন্নয়নে পরিত্রাণের যুযোগপযোগী কার্যক্রমকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রোটারিয়ান ব্যারিস্টার জুনায়েদ প্রমুখ। উল্লেখ্য, তালার বেসরকারি মানবাধিকার সংগঠন পরিত্রাণ বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ১৯৯৩ সালে দলিত স্টুডেন্ট ফোরাম নামে দলিতদের মানবাধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন ন্যায় সঙ্গত দাবী, অধিকার আদায় এবং দলিত শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করতে কাজ শুরু করে। পরবর্তীতে পরিত্রাণ নামে কাজ শুরু করে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(13)