তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনই কেবল প্রথম ধাপে অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের মেয়াদ চলতি বছরই শেষ হবে। নির্বাচন কমিশনের লক্ষ্য চলতি বছর সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা।
এদিকে অনিয়মের কারণে স্থগিত হওয়া ১৯টি পৌরসভার ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, মাধবদী ও চৌমুহনী পৌরসভার পুনঃভোটে জালভোট ও অনিয়মের কারণে দু’টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এ দু’টি কেন্দ্র ছাড়া
বাকিগুলোয় সুন্দরভাবে ভোট হয়েছে।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন ব্যাপক জালভোট ও অনিয়মের কারণে ২০ পৌরসভার ৫১টি কেন্দ্রে’র ভোট স্থগিত করা হয়। এসব কেন্দ্রে ৭টি মেয়র পদ ও ৭২টি সাধারণ-সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে।
এর মধ্যে মেয়র পদে ভোট হয়েছে-মাধবদী, চৌমুহনী, কালকিনি, বেতাগী, সৈয়দপুর, উলিপুর ও ঠাকুরগাঁও পৌরসভায়।
(2)