দাকোপ প্রতিনিধিঃ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা মিথ্যা মামলায় হয়রানী করছে এমন অভিযোগে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
শনিবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় কালাবগী গ্রামের মৃঃ আজাহার হোসেন ঢালীর পুত্র আছাফুরের সহোদর ভাই আনিসুর বাপ্পির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ আছে।
এ বিষয়ে সুতারখালী ইউনিয়ন পরিষদ এবং এলাকায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কয়েকদফা শালিস বৈঠক হয়েছে। কিন্তু আনিসুর রহমান বৈঠকে মানলেও, শালিসের সিদ্ধান্ত মানেনা। সে অবৈধভাবে সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করতে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে। তারই অংশ হিসাবে নিজের শরীর জখম করে গত ১৪/০৯/২০২২ ইং আমাকেসহ ৪ জনকে আসামী করে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেছে।
নিজেকে চাকুরীজীবি দাবী করে তিনি বলেন, কর্মস্থল ও সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। একই ঘটনায় তাকে হুমকি দিচ্ছি এমন মিথ্যা অভিযোগে খুলনার বিজ্ঞ আদালতে স্ত্রী ফাতেমা বেগমকে দিয়ে ১৭ সেপ্টেম্বর ফের আরেকটি মামলা করেছে। তিনি প্রয়োজনে সরেজমিন তদন্ত পূর্বক মামলার বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, ইয়াসীন গাজী।
(9)