মিল্কভিটার দূর্নীতিবাজ ওই সকল কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে তালায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে তালা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে তালা, সাতক্ষীরা ও ডুুমরিয়া উপজেলার দুগ্ধ সমবায় সমিতি।
মানববন্ধনে দুগ্ধ সমবায় সমিতির দাবীর সাথে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান।
এসময় অন্যান্যের মধ্যে সাতক্ষীরা, তালা এবং ডুমুরিয়া উপজেলার দুগ্ধ সমবায় সমিতির নেতা রমেশ চন্দ্র ঘোষ, সুনীল ঘোষ, দেব ঘোষ ও সঞ্জয় ঘোষ প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, সাতক্ষীরার মিল্ক ভিটা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের অসাধু ও দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম, ল্যাব টেকনিশিয়ান মুস্তায়িন বিল্লাহ ও সহকারী রাসেল পরস্পর যোগসাজসে সীমাহীন দূর্নীতি ও অনিয়ম করে যাচ্ছে।
তারা দালাল নিয়োগ দিয়ে একটি সিন্ডিকেট তৈরি করেছে। এতে করে এলাকায় দুগ্ধ উৎপাদনকারী সাধারন খামারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে অত্র অঞ্চলের দুগ্ধ শিল্প হুমকির সন্মুখিন হয়ে পড়েছে।
এসব কারনে দূর্নীতির ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দুগ্ধখামারীরা উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(6)