খুলনা নগরীর মতিয়াখালী এলাকা থেকে বুধবার বেলা ১১টার দিকে মাইসা নামের দুই বছরের এক শিশুকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়। শিশুটির মুক্তিপণ হিসেবে দাবি করা হয় তিন লাখ টাকা। মাইসা মতিয়াখালী এলাকার মনিরুল ইসলামের মেয়ে। পলিশ জানায়, বুধবার সকালে নগরীর লবণচরা থানার মতিয়াখালী এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের বাসার সামনে মাইসা খেলা করছিল। বেলা ১১টার দিকে অপহরণকারীরা মাইসাকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মনিরুল ইসলামের মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে মনিরুল ডাচবাংলা ব্যাংক ও বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৫০হাজার টাকা প্রদান করেছে।
এ ব্যাপারে লবণচরা থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, শিশু মাইসাকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে লবণচরা মেইন রোড এলাকা থেকে উদ্ধার করা হয়। কিভাবে উদ্ধার হয় এ প্রশ্নের জবাবে ওসি বলেন, মাইসা অপহরণের পর পুলিশ ও র্যাব বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালায়। অভিযানে ধরা পড়ে যাওয়ার ভয়ে অপহরণকারীরা শিশু মাইসাকে লবণচরা মেইন রোডে ছেড়ে দিয়ে চলে যায়।
এর আগে বুধবার বেলা ১টায় খুলনা প্রেস কাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান মোবাইল ফোনে শিশু মাইসাকে উদ্ধারের জন্য র্যাব ও পুলিশকে নির্দেশনা দেন।