এ বিষয়ে শুনানীর জন্য আগামী মঙ্গলবার আদেশ দিবেন আদালত।
সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাদের আইনজীবীরা এই আবেদন করেন।
১০টি যুক্তিতে সালাউদ্দিন কাদের ও ৩২টি যুক্তিতে মুজাহিদ, রিভিউ আবেদন করেন। এর আগে, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারে, দুই মানবতাবিরোধীদের সাথে দেখা কোরে রায় পুনর্বিবেচনার বিষয়ে কথা বলেন তাদের আইনজীবীরা। গেলো ২৯ জুলাই, সালাউদ্দিন কাদের চৌধুরী ও ১৬ জুন মুজাহিদের আপিলের সংক্ষিপ্ত রায় দেন, সুপ্রিম কোর্ট। রায়ে তাদের মৃত্যুদণ্ড বহাল থাকে।
আর ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এর পরদিনই ট্রাইব্যুনাল, মৃত্যু পরোয়ানা জারি করলে, জেল কর্তৃপক্ষ দু’জনকে তা পড়ে শোনায়। মূলত ওই দিন থেকেই রায় পুনর্বিবেচনার ক্ষণ গণনা শুরু হয়।
(0)