পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রতিবন্ধী, কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে দেলুটি ইউনিয়ন পরিষদ নারী কেন্দ্র মিলনায়তনে এ সব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন, এলজিএসপি-৩ ডিএফ শ্যামল কুমার রায়, উপ-সহকারী কৃষি অফিসার উত্তম কুমার কুন্ডু, ক্যাম্প পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, সুকুমার কবিরাজ, নিরাপদ দফাদার, আশীষ কুমার হালদার, বিশ্বজিৎ রায়, সুপদ রায়, ডালিম রায়, রণধীর মন্ডল, প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী মন্ডল, ইউপি সচিব নিরাপদ মল্লিক, বুলবুল আহমেদ, যুবলীগনেতা বিদ্যুৎ বিশ্বাস, রামচন্দ্র টিকাদার, রিংকু রায়, প্রবীর সরদার, স্মৃতিশ রায়, প্রসেনজিৎ মন্ডল মিঠু ও পুষ্পেন সরদার।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জীবনমান উপযোগী, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ক্রীড়া সংগঠনে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
(36)