লোকসানের বোঝা কাঁধে নিয়ে তারা তাকিয়ে আছেন সরকারি সহায়তার দিকে।
মুন্সিগঞ্জের প্রধান ফসল আলুর পর সবচেয়ে বেশি চাষ হয় সবজির। স্থানীয় চাহিদা মিটিয়ে তা সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। সবজি চাষ করে এখন স্বাবলম্বী অনেক কৃষক ও স্থানীয় বেকার যুবক।
তবে, বীজ, সার ও কীটনাশকের চড়া দাম আর আবহাওয়ার বিরূপ প্রভাবে এবার কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার আশঙ্কায় সবজি চাষীরা।
কৃষকের ক্ষতির কথা স্বীকার করে সবজি চাষে সব ধরণের সহায়তার কথা জানালেন জেলার কৃষি কর্মকর্তা।
আগামীতে লোকসানের ঝুঁকি কমাতে ন্যায্যমূল্যে বীজ বিতরণ ও সহজশর্তে ঋণ দেয়াসহ সরকারি সহায়তা বাড়ানোর দাবি মুন্সিগঞ্জের কৃষকদের।
(1)