জুনে লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। ফরাসি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষে প্যারিস ছাড়ছেন আর্জেন্টাইন মহাতারকা। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরে আসবেন মেসি। সাবেক অধিনায়ককে ফেরাতে এরই মধ্যে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে বার্সা। এত দিন খবরটা স্রেফ গুঞ্জন ছিল। কিন্তু এটিই এখন বাস্তবতা।
বার্সা কোচ জাভি হার্নান্দেজও কথাটি স্বীকার করেছেন। স্প্যানিশ কোচ জানালেন, আর্জেন্টিনা অধিনায়ককে ফেরানোর আগ্রহ আছে তাদের। জাভি বলেছেন, ‘হ্যাঁ, (লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে) আমাদের কথা হয়েছে। সেটা কেবল লিওকে (মেসিকে) ফেরানোর বিষয়েই নয়, আগামী বছর আমরা আমাদের দলের আরো উন্নতি করতে চাই। কিন্তু এটা এখন গুরুত্বপূর্ণ ইস্যু নয়, কারণ এখনো আমাদের সামনে লিগ (শিরোপা জেতা বাকি) আছে।’
আজ ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মেসি ইস্যুতে কথা বলেন জাভি। তার কাছে মেসির চেয়েও রিয়াল বেটিস ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ। জাভির ভাষায়, ‘আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে এবং এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু। (মেসির) বিষয়টি নিয়ে পরেও কথা বলা যাবে। আপাতত আমাদের রিয়াল বেটিস ম্যাচে মনোযোগ দিতে হবে এবং লা লিগা জিততে হবে। এরপর আমরা সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলব।’
স্প্যানিশ লা লিগায় ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। লিগের সবশেষ রাউন্ডে রিয়াল-বার্সা অঘটনের শিকার হলেও অ্যাটলেটিকো মাদ্রিদ প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে।
(4)