খানজাহান আলী থানা প্রতিনিধিঃ মোটরসাইকেল নিবন্ধনে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক এ নির্দেশ আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) বলছে সড়ক পরিবহন সেক্টরে শৃংখলা আনয়নে এবং সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রদান করা হবে না। মোটসাইকেল ক্রয়ের পূর্বেই ড্রাইভিং লাইসেন্স গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বলছে সিন্ধান্ত বাস্তবায়ন হলে এবং এর সঠিক প্রয়োগ হলে সড়কে দূর্ঘটনা অনেকটাই কমে আসবে।
বিআরটিএ ভবন(ইঞ্জিনিয়ারিং শাখা) সুত্রে জানাগেছে, গত ১৪ জুন ২০২২ এর এক সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট প্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো মোটরসাইকেল রেজিষ্ট্রেশন নম্বর পাবে না। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালালে চালকের বিরুদ্ধে যেমন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তেমনি একই সাথে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল বিক্রয় করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহম্মেদ চৌধুরী বলেন, আজ বৃহস্পতিবার থেকে নতুন এ নিয়মে হবে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্যক্রম। কারো ড্রাইভিং লাইসেন্স না থাকলে তার মালিকানায় কোন মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন দেওয়া হবে না। এমনকি অনেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স(লার্ণার)করেও নতুন নিয়মের আওতায় আসতে চাইছেন কিন্তু তাদের সম্পর্কেও বিআরটিএ’র সাফ কথা লার্ণার নয়, মোটরসাইকেলের রেজিষ্ট্রেশনের জন্য ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। তিনি বলেন সড়ক পরিবহন সেক্টরে শৃংখলা ও সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণে সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে সকল কার্যক্রম কঠোর ভাবে পরিচালিত হবে।
(4)