চেন্নাইয়ের বন্যা পরিস্থিতি দেখতে গত বৃহস্পতিবার শহরটিতে যান নরেন্দ্র মোদি। সে সময় বিমানের জানালা দিয়ে বন্যার দৃশ্য দেখেন তিনি। পরে পিআইবি ওই ছবি এডিট করে প্রকাশ করে।
ছবিটিতে ফটোশপের মাধ্যমে বন্যাদুর্গত এলাকার পরিবর্তে শহরের অন্য এলাকার ছবি জুড়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই এটা নিয়ে ব্যঙ্গ করা শুরু করেন।


এ ঘটনার পর পিআইবি ‘বিতর্কিত’ ছবি সরিয়ে নিলেও ততক্ষণে ইন্টারনেটে তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পরে অবশ্য মোদিও তার বন্যাদর্শনের আসল ছবি প্রকাশ করেন।
পিআইবির প্রকাশিত ছবির পর অনেকেই মোদির ওই ছবির অনুকরণে ফটোশপ কারসাজির মাধ্যমে হাস্যরসাত্মক অনেক ছবি পোস্ট করেছেন। বিষয়টি নিয়ে বিবিসি, রয়টার্স, আলজাজিরাসহ বিশ্বের নামিদামি সব গণমাধ্যমেও ফলাও করে সংবাদ প্রচার করা হয়েছে।
(0)