‘বাজিরাও মস্তানি’র সাফল্য আপাতত চুটিয়ে উপভোগ করছেন নায়িকা। তার সঙ্গে রয়েছে ‘কোয়ান্টিকো’র টানা শুটিং শিডিউল। এ মধ্যেই বছর শেষের ছুটি উপভোগ করতে বেরিয়ে পড়লেন নায়িকা। আর এ সময় তাঁর মোবাইল বন্ধ থাকবে। যাতে কোনওভাবেই প্রিয়ঙ্কার সঙ্গে যোগাযোগ না করা যায়।
কিন্তু মোবাইল অফ করে কোথায় যাচ্ছেন প্রিয়ঙ্কা? না, সে তথ্য শেয়ার করবেন না। প্রিয়ঙ্কার কথায়, ‘‘তিন বছর পর ছুটি নিচ্ছি। বন্ধুদের সঙ্গে মুম্বইয়ের বাইরে থাকব। তবে কোথায় যাচ্ছি বলব না। মোবাইলও বন্ধ থাকবে। তাই কেউ যোগাযোগ করতেও পারবেন না।’’
পাশাপাশি ‘বাজিরাও মস্তানি’র তুমুল সাফল্যের জন্য যাবতীয় কৃতিত্ব পরিচালক সঞ্জয় লীলা বনশালিকেই দিতে চান প্রিয়ঙ্কা। তিনি জানিয়েছেন, ‘‘কাশী খুব স্পেশাল চরিত্র। আমি এর আগে এক সফ্ট চরিত্রে অভিনয় করিনি। আমাকেই প্রথম কাস্ট করেছিল সঞ্জয়। আর পর্দায় যে আমাকে সুন্দর দেখতে লাগছে তার জন্য যাবতীয় কৃতিত্ব ওঁরই।’’
(3)