শুক্রবার জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। অবশ্য সবার প্রত্যাশা ছিলো জয়ের ব্যবধানটা আরেকটু বড় হবে। এদিন সফরকারীদের দেয়া ১৩২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি সন্তুষ্ট নই। আমরা পার্টনারশীপ গড়তে পেরেছিলাম। কিন্তু ধরে রাখতে পারিনি। ওয়ালার সত্যিই ভালো ব্যাট করেছে। আমরা সঠিক সময়ে তার উইকেটটি পেয়েছিলাম।
জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেছেন, দ্রুত ৩টি উইকেট হারিয়েছিলাম। তারপর ওয়ালার ভালো স্কোর গড়তে সাহায্য করেছিলো। আজ পিচ ছিলো ভিন্ন। আমাদের ইতিবাচক মনোভাব রাখতে হবে।
৩১ বলে ৬৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া ম্যালকম ওয়ালার বলেন, আমি নিজেকে মুক্ত করে খেলেছি। আমি এত বেশি ভাবিনি। আমি নিশ্চিত যে, সবাই সামনের ম্যাচে ভালো খেলবে।
(1)