প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ভারতের কলকাতা ও নিউবারাকপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে যোগ দিবেন। আগামী বুধবার ভারতের চেন্নাইয়ে শঙ্কও নেত্রালয় নামে প্রসিদ্ধ চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করবেন। আগামী ১ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানান।
এদিে ক ডুমুরিয়ার কৃতি সন্তান প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ভারত সফর ও চিকিৎসায় দ্রুত সুস্থ্যতা কামনা করে ডুমুরিয়ার বিভিন্ন সামাজিক, অরাজনৈতিক সংগঠণ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, ডুমুরিযা রির্পোটার্স ক্লাবের আব্দুল লতিফ মোড়ল, আনোয়ার হোসেন আকুঞ্জি, জিএম ফিরোজ, শেখ আব্দুস সালাম, শেখ মহিদুল ইসলাম, আনিসুজ্জামান , শঙ্কর মন্ডল, সরদার কবিরুল ইসলাম, শঙ্কর ঘোষ, আব্দুল কুদ্দুছ গাজী, মো: সেলিম আবেদ, ডুমুরিয়া উন্নয়ন ফোরামের সভাপতি গাজী গরহর, সাধারণ সম্পাদক গাজী হুমায়ূণ কবীর বুলু, অধ্যাপক রঞ্জন কুমার তরফদার, খান নুরুল ইসলাম, প্রভাষক হাফিজুর রহমান, গাজী মেহেদী হাসান, শিশুমঞ্চ খেলাঘর আসরের সভাপতি ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, সহ- সভাপতি চেয়ারম্যান সরদার আব্দুল গণি, সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ হেদায়েতুল্লাহ, কৃষিবিদ রবীন্দ্র নাথ মল্লিক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মো: শফিকুল আলম, অ্যাডভোকেট শিপ্রা বিশ্বাস প্রমূখ।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)