মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলেসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলো ১৯ মে ময়মনিসংহ-৭ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান, জামায়াত নেতা ফকরুজ্জামান ও গোলাম রব্বানী নামে এক জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে, মামলা করেন এক মুক্তিযোদ্ধার স্ত্রী। ময়মনসিংহ আদালত তা আমলে নিয়ে, পাঠিয়ে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আর এর কয়েক ঘন্টার মধ্যেই হান্নান ও তার ছেলেকে গ্রেফতার করে পুলিশ।
এই গ্রেফতারের বিষয়ে কোন কথা বলেনি গুলশান থানা পুলিশ।
তদন্ত সংস্থার সমন্বয়ক জানিয়েছেন, একাত্তর সালে ময়মনসিংহ শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন হান্নান। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
তিনি জানান, তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে তিন মাস সময় লাগবে।
(1)