আর নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যায় একজন এবং কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০০৩ সালের ১৭ আগস্ট। গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তের হামলায় খুন হন যুবলীগ নেতা জালাল উদ্দিন।
দীর্ঘ এক যুগ পর এই হত্যায় জড়িত অভিযোগে স্থানীয় ১১ ছাত্রদল নেতাকে মৃত্যুদণ্ড দিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এ সময় ৬ আসামী আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক। এদিকে, চট্টগ্রামে অটোরিকশা চালক ইউসুফ হত্যার দায়ে চারজনের ফাঁসি আর ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনাল এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামীরা হলেন-নুরুল আলম, আবুল কালাম, কাউসার ও রুবেল। আর যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে-আরিফ ও নইমুদ্দিনকে। ভাড়া নেবার কথা বলে ২০০৮ সালের ৩ মে বোয়ালখালির ফুলতলায় নিয়ে হত্যা করা হয় অটোরিকশা চালক ইউসুফকে। অন্যদিকে নারায়ণগঞ্জের স্কুল ছাত্রী সাজেদা হত্যার ঘটনায় একজনকে এবং কুষ্টিয়ার দৌলতপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী রোকন মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আদালত।
(0)