ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর : একদা হযরত ইবরাহীম (আঃ) আল্লাহকে বল্ল “ হে আমার প্রভু! তুমি কিভাবে মৃতদের পুনর্জীবিত করো তা আমাকে দেখিয়ে দাও ৷ জবাবে আল্লাহ বললেনঃ তুমি কি পুনর্জীবিত করাকে বিশ্বাস করো না? ইবরাহীম আঃ জবাব দিলঃ হে আল্লাহ বিশ্বাস তো অবশ্যই করি, তবে দেখে মানসিক প্রশান্তি লাভ করতে চাই ৷তখন আল্লাহ বললেনঃ ঠিক আছে, তবে তুমি চারটি পাখি নাও এবং তাদেরকে নিজের পোষ মানিয়ে নাও ৷পাখিগুলি ছিল একটি ময়ূর, একটি শকুন, একটি কাক ও একটি মোরগ (তাফসীরে জালালাইন)। তারপর সেগুলি জবেহ করে তাদের এক একটি অংশ এক একটি পাহাড়ের ওপর রাখে আস৷ এরপর এক স্থানে এসে তাদেরকে তাদের নামে ডাকো৷দেখ তারা পুনর্জীবত হয়ে তোমার কাছে দৌড়ে চলে আসবে ৷
তাফসীরে জা্লালাইন ও ইবনে কাসীরে বর্ণনা করেছেন হযরত ইব্রাহীম আঃ পাখিগুলি জবেহ করে খন্ড খন্ড করেন এবং সবগুলি খন্ড একত্রে মিশিয়ে নেন অতঃপর ঐ খন্ডগুলি ৪টি অথবা ৭টি পাহাড়েরর উপর ভাগ ভাগ করে রেখে দেন। ইবনে আব্বাস রাঃ বলেন- পাখির মাথাগুলি তিনি নিজের হাতে রাখেন।তারপর তিনি আল্লাহর নির্শেদেষক্রমে এক স্থান থেকে পাখিগুলির নাম ধরে ডাকতে থাকেন। যখন যে পাখিটির নাম ধরে ডাকেন তখন ঐ পাখীর বিভিন্ন পাহাড়ে থাকা মাংশ টুকরা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা পালকগুলি একত্রে মিলিত হয়ে ইব্রাহীম আঃ এর কাজে আসতে থাকে তখন তিনি নিজহাতের মাথাগুলি লাগিয়ে দিলে পরিপূর্ণ পাখিতে রূপ নিয়ে তা উড়ে যায়। তিনি এটিকে পরীক্ষা করার জন্য অন্য যে পাখির নাম ধরে ডাকেন সেই পাখির মাথা না দিয়ে অন্য পাখির মাথা দিলে তা সংযোগ হতো না বরং নির্দিষ্ট পাখির মাথা দিলেই কেবল তা যুক্ত হয়।এভাবেই হযরত ইব্রাহীম আঃ মহান আল্লাহর অশেষ কুদরতে নিজের চক্ষু দিয়ে প্রত্যক্ষ করেন মৃতকে পুনর্জীবিত করার আল্লাহর তা’য়ালার অভিনব কৌশলটি।
সম্পর্কে পবিত্র কুরআনের সূরা বাকারায় ২৬০ নং আয়াতে আল্লাহ বলেন-
আর সেই ঘটনাটিও সামনে রাখো, যখন ইবরাহীম বলেছিলঃ “আমার প্রভু! আমাকে দেখিয়ে দাও কিভাবে তুমি মৃতদের পুনজীবিত করো ৷ ” বললেনঃ তুমি কি বিশ্বাস করো না? ইবরাহীম জবাব দিলঃ বিশ্বাস তো করি, তবে মানসিক নিশ্চিন্ততা লাভ করতে চাই ৷ বললেনঃ ঠিক আছে, তুমি চারটি পাখি নাও এবং তাদেরকে নিজের পোষ মানিয়ে নাও ৷ তারপর তাদের এক একটি অংশ এক একটি পাহাড়ের ওপর রাখো৷ এরপর তাদেরকে ডাকো৷ তারা তোমার কাছে দৌড়ে চলে আসবে ৷ ভালোভাবে জেনে রাখো, আল্লাহ প্রবল পরাক্রমশালী ও জ্ঞানময় ।