

বলিউডে এমন পাঁচজন বিখ্যাত অভিনয়শিল্পী ছিলেন যারা তাদের মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম রেখেছিলেন।
১. দিলীপ কুমার: দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর ব্রিটিশ ভারতে (বর্তমানে পাকিস্তান) তৎকালীন পেশোয়ারে (বর্তমানে খাইবার পাকতুনখা) এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। ৬০ বছর চলচ্চিত্রের বর্ণিল জীবনে ৬০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।
২. মীনা কুমারী: প্রকৃত নাম নাম মেহজাবিন বানু। ১৯৩২ সালের ১ আগস্ট মুম্বাইয়ের এক মুসলিম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের পর হাসপাতালের খরচ দিতে না পারায় মুসলিম এক এতিমখানায় রেখে আসতে হয়েছিল তাকে। ১৯৩৯ সালে সাত বছর বয়সে ‘লেদারফেইস’ নামে একটি চলচ্চিত্রের মাধ্যমে রুপালী জগতে পা রাখেন। ১৯৭২ সালের ৩১ মার্চ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে ‘ট্র্যাজেডি কন্যা’হিসেবেও ডাকা হয়।
৩. মধুবালা: চলচ্চিত্র জগতে পা রাখার আগে নাম ছিল মমতাজ বেগম জাহান দেহলভী। ব্রিটিশ ভারতের দিল্লিতে ১৯৩৩ সালের ১৪ ফেব্র“য়ারি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪২ থেকে ১৯৬০ পর্যন্ত ২৯ বছরে ৭০টি চলচ্চিত্র অভিনয় করেন। তার সমসাময়িক নার্গিস এবং মীনা কুমারীর বিপরীতে তাকে হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তিনি ভাততীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বাধিক সুন্দর-আকর্ষণীয় অভিনেত্রী হিসেবেও গণ্য। মুঘল-ই-আজম (১৯৬০) মধুবালার শ্রেষ্ঠ চলচ্চিত্র।
৪. জনি ওয়াকার: প্রকৃত নাম বদরুদ্দিন জামাল উদ্দিন কাজী। ১৯২০ সালে ব্রিটিশ ভারতের (বর্তমান ভারত) মধ্য প্রদেশের ইন্দোর জেলায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কৌতুক অভিনেতা হিসেবে বেশ নাম করেন। ১৯৫১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ৩০০টি চলচ্চিত্রে অভিনয় করেন।
৫. নার্গিস দত্ত: প্রকৃত নাম ফাতিমা রশীদ। ১৯২৯ সালের ১ জুন ব্রিটিশ ভারত ক্যালকাটায় (বর্তমানে কলকাতা) মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ছয় বছর বয়সে ‘তালাশি হক’ চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৫৮ সালে নার্গিস চলচ্চিত্র অভিনেতা সুনীল দত্ত কে (যে মাদার ইন্ডিয়াতে তার ছেলের চরিত্রে অভিনয় করেছিল) বিয়ে করেন। তাদের ছেলের নাম সঞ্জয় দত্ত বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৮১ সালে ৩ মে নার্গিস মারা যান।
(11)