শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে উদ্দেশ্য করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আপনি যেসব হলিস্টিক কথা বলছেন, এটা ঠিক না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিলেন কেন, আর দিলেনই যদি তাহলে এগুলো চলে না কেন?’
সুরঞ্জিত বলেন, ‘৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে দু-একটি বাদে বাকিগুলোতে কী পড়ায়, তা নিয়ে তো প্রশ্ন আছেই। তার পরও টিউশন ফির ওপর অর্পিত ভ্যাট পুনঃবিবেচনা করা দরকার। তবে এটিও দেখতে হবে, ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে গেছে এটিও ঠিক না।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ যেভাবে ছাত্রদের নামাইয়া দিছেন, এর পেছনেরটাও দেখতে হবে। আজ যদি অনুমোদন বাতিল করে দেয়, তাহলে কোথায় যাবেন?’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন ইস্যু সংকটে পরিণত হওয়ার আগেই তা সমাধানের উদ্যোগ নিন।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মালিকদের উদ্দেশ্যে সুরঞ্জিত সেন বলেন, ‘আপনি নন প্রফিট বলে প্রফিট করে নেবেন, আর সরকারকে কিছু দেবেন না, তা তো হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আসলে কী নন প্রফিটেবল? এখানে বিনিয়োগ করে কারা? ব্যবসায়ীরা, গার্মেন্টসের চাইতে বেশি প্রফিটেবল বলে অনেকে গার্মেন্টস ব্যবসা বন্ধ করে এখানে বিনিয়োগ করে।’
(2)