ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় ও গণসংযোগ করছে আওয়ামী লীগের দলীয় মানোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির বারবার নির্বাচিত সভাপতি বেগ লিয়াকত আলী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তিনি বাদামতলা, যোগিপোল ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি যোগিপোল ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়তে প্রয়োজনীয় পদক্ষেপসহ উন্নয়নের সকল কিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় তার সাথে খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা সুুরুজ্জামান হানিফ, মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলামিন ফকির, শ্রমিক লীগ নেতা মোল্যা আজাদ, কুয়েট কর্মচারী সমিতির(৪র্থ শ্রেনী) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সবুজ কাজী, আশরাফ হোসেন, শামছুর রহমান, কাজী মুরাদ মোড়ল, মোঃ রাজু, বেগ ফেরদৌস, বেগ সুমন, আঃ রহমান শরীফ, মোঃ মিতুল মোল্যা, বেগ আব্দুল হানিফ, মোঃ সুমন, ওমর আলী, কামরুল ইসলাম, খোকন হাওলাদার, আলতাফ তালুকদার, পান্নু, শহিদ, সুমন শুকুর, হানিফ।
(13)