ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়ার ৬নং যোগিপোল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের-৫, বিএনপির-২, ইসলামী ঐক্য জোটের-১ সহ ৮/৯ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছে খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। বাকিদের মাঠে তেমন কার্যক্রম চোখে না পড়লেও নির্বাচন করার জন্য তারা দলের কাছে মনোনয়ন চাইবে বলে জানাগেছে। দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হবে এমন আশায় এতদিন যাদের নির্বাচনি মাঠে দেখা যায়নি হঠাৎ করে এমন কয়েকজন নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষনা দিয়েছে।
খুলনার দিঘলিয়া উপজেলার ৬নং যোগিপোল ইউনিয়ন ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। ২০১৬ সালের মার্চের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মীর কায়সেদ আলীকে পরাজিত করে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচতি হয় আওয়ামী লীগের প্রার্থী শেখ আনিছুর রহমান। বিভিন্ন অভিযোগে ইউনিয়নের মেম্বরদের অনাস্থার কারণে তাকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা আবু সাঈদ হাওলাদার আব্বাসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের নির্বাচনে অংশনিতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শেখ আনিছুর রহমান, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন, আওয়ামী লীগের সমার্থক তরুণ সমাজসেবক মোঃ ফয়সাল আহম্মেদ এবং বিএনপির প্রার্থী হিসাবে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস, ইসলামী ঐক্যজোটের নজরুল হুদা চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
ইউপি নির্বাচনকে সামনে রেখে খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন দলীয় কর্মী, সমার্থক সহ ইউনিয়নবাসীর সমার্থনের জন্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সুধি সমাবেশ, মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসুচি শেষ করেছে। এ সকল কর্মসুচিতে আওয়ামী লীগের মহানগর, থানা, ওয়ার্ড, ্ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের মেম্বরগণ উপস্থিত থেকে সাজ্জাদুর রহমান লিংকনকে সমার্থন জানিয়ে বক্তৃতা দিতে দেখাগেছে। যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা বলেন করোনাকালীন সময় থেকে আজ পর্যন্ত মোঃ সাজ্জাদুর রহমান লিংকন ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র, ছিন্নমূলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ত্রান সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা সামগ্রী পৌছে দিয়েছেন। তার এই সহযোগীতা থেকে বাদ পড়েনি মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেম ও খাদেম, মন্দ্রির ও প্যাগোডার ধর্মীয় ব্যক্তিবর্গ। সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে চলতি বছরের মার্চে যোগিপোল ইউনিয়নের ১৯ হাজার ৯৮০জন ভোটার ব্যালোটের মাধ্যমে ইউনিয়নের যোগ্য চেয়ারম্যানকে নির্বাচিত করবেন।
(43)