ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের পক্ষে ৫,৬ ও ৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় জাব্দিপুর ঈদগাহ প্রাঙ্গনে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন।
সমাবেশে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সলেমান মুন্সি, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, নুর মোহাম্মাদ বিশ্বাস, যোগিপোল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, খানজাহান আলী থানা যুবলীগের যুুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, মাওলানা শামসুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু হেনা বাবলু, হোসেন আলী হাওলাদার, মাষ্টার আকবর আলী, মাষ্টার মতিয়ার রহমান, সাবক ছাত্রলীগ নেতা তরিকুজ্জামান মনির, মাসুম খন্দকার, তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, যুবলীগ নেতা জাহিদ আল মামুন, কাজী কাদের, হাবু, ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম মেজবা।
মতবিনিময় সভায় যোগীপোল বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল। পরে তিনি যোগীপোল ও জাব্দিপুরের বিভিন্ন মহল্লায় গণসংযোগ করে পথসভায় বক্তৃতা করে।
(19)