সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাউজিং বাজার এস ৪৬ নং লাইনের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে রিতা মনির সাথে গত দেড় বছর আগে বিয়ে হয় একই এলাকার এইচ লাইনের-১৮নং বাসার বাসিন্দা জাবেদ হোসেনের ছেলে আবেদ হোসেন জনির। বিয়ের কিছু দিন পর জনির মুখোশ উন্মোচন হয়। সে নানা অজুহাতে মনির কাছে যৌতুক চায়।
এভাবে সে বিয়ের দেড় বছরে ৪/৫ বার যৌতুক বাবদ ৫ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছে। মেয়ের সুখের কথা চিন্তা করে আনোয়ার হোসেন এ টাকা দেন। কিন্তু সম্প্রতি যৌতুকের পরিমাণ ২ লাখ টাকা দাবী করে।
এ সময় টাকা দিতে অস্বীকার করলে মনিকে লাঠি ও তালা দিয়ে বেধড়ক মারপিট করে। এতে তার মাথা ফেটে রক্ত ঝরে। তার ডাক-চিৎকারে ভোরে এলাকাবাসীর ঘুম ভাঙ্গে। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে বলে ভুক্তভোগীর পিতা জানান।
-স্টাফ রিপোর্টার
(8)