ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দরা শ্যামা পূঁজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এফ এম মাসুুদুল হক, রিয়জ উদ্দিন উকিল, আল আমিন বিশ্বাস, এ কে এম জাফর ইকবাল, রফিকুল ইসলাম, রবিউল আলম রবি, নাসির উদ্দিন মিঠুন, ইব্রাহীম খান টুটুল, মোকবুল হোসেন মিন্টু, হাবিবুর রহমান গাজী, কাফুর গাজী, সবুর মোড়ল, বোরহান উদ্দিন, আকবার মোড়ল, জুয়েল মোড়ল ও জি এম রুহুল কুদ্দুস প্রমুখ। পরে উপজেলার রঘুনাথপুর রাজ বংশীপাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে পূঁজা কমিটির সভাপতি বিরেন্দ্রনাথ বিশ্বাসের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(2)