বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ১৪/এ নম্বর বাসায় এ ঘটনা হয়।
পুলিশের দাবি হামলাকারীরা ওই দম্পতির পূর্ব পরিচিত এবং ব্যবসায়িক লেনদেন নিয়ে এ ঘটনা হতে পারে। এ ঘটনায় জাহাঙ্গীর নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, গাজীপুরে জিং জিং ইয়ান স্টার নামে ওই দম্পতির একটি প্লাস্টিকের দরজা-জানালা ও আসবাবপত্র তৈরির কারখানা রয়েছে। এছাড়া বাইং হাউজের ব্যবসাও রয়েছে তাদের। হামলাকারীরা তাদের পূর্ব পরিচিত ও কারখানার কর্মী ছিল। পরে তাদের সঙ্গে ব্যবসায়িক অংশীদার হয়। হামলাকারীরা প্রায়ই ওই দম্পতির বাসায় আসতো। এমনকি তাদের কাছে ওই বাসার একটি চাবিও ছিল। বৃহস্পতিবার সকালে এই দম্পতি ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। এই তথ্যটিও হামলাকারীরা জানতো। বৃহস্পতিবার রাতে তিনজন ওই বাসায় গিয়ে তাদেরকে আহত করে ৬ লাখ টাকা নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের বিরোধ নিয়ে এ ঘটনা হয়ে থাকতে পারে। শুক্রবার বিকেলে এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) সমির হাসিব জানান, রাতে তিনজন ওই ফ্ল্যাটে প্রবেশ করে। এদের মধ্যে একজনের মুখোশ পরা ছিল। অন্য দু’জন কারখানায় কন্ট্রাক্টে কাজ করত, তারা হলেন রাজু ও সাজু। তাদের চিনে ফেলায় ওই দম্পতির ওপর হামলা চালায় বলে রাতে তাকে ফোনে জানিয়েছিলেন লিলি হুয়া। তদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে, তারা তাইওয়ানে থাকেন। হামলার সংবাদ পেয়ে তারা বাংলাদেশে আসছেন বলেও জানান তিনি।
এদিকে অ্যাপোলো হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাইওয়ানি দম্পতিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মাথায় আঘাতের জখম রয়েছে।
প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ এ ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও দুর্বৃত্তদের হামলায় নিহত হন।
(1)