মাস খানেক আগের খবর, রাজনীতি নামের ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধবেন শাকিব খান ও পিয়া বিপাশা। কিন্তু কিছুদিন পর জানা গেলো চুক্তি ভঙ্গের কারণে ছবি থেকে বাদ দেয়া হয়েছে পিয়া বিপাশাকে।
গত সোমবার রাজনীতি ছবিতে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। ঈদের পরে শুরু হবে ছবির শুটিং। শাকিব অপু জুটির পাশাপাশি দেখা যাবে আরেকজন অভিনেতাকে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও নির্মাণ করে ব্যপক সুনাম কুরিয়েছেন গাজী শুভ্র। তিনি কবে চলচ্চিত্র নির্মাণ করবেন? এই প্রশ্ন ছিল সবার মুখে মুখে। কিন্তু তার উত্তর মিলছিলো না কোনভাবেই।
গত মাসে ফেসবুকে লেখা এক স্ট্যাটাসে লিখেছিলেন চলতি বছরেই চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি। তবে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন তিনি। বলছেন আগামী বছর শুরু করবেন ছবির কাজ।
দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ করছেন জনপ্রিয় তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। তাদের ২০ বছরের দাম্পত্য জীবন নিয়ে নির্মাণ হয়েছে টেলিছবি ‘ভালোবাসার ২০ বছর’। গোলাম রাব্বানীর রচনায় এটি নির্মাণ করবেন ইউসুফ চৌধুরী। একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে এটি। তার আগে অনলাইনে প্রকাশ হলো টেলিছবিটির ট্রেইলার।
(1)