সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। পরে বিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া জানান, এর আওতায় চট্টগ্রাম আর রাজশাহীতে দুটি আলাদা মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। বর্তমানে ওই দুটি বিভাগে অবস্থিত মেডিকেল কলেজগুলোও নির্মিতব্য মেডিকেল বিশ্ববিদ্যালেয়র আওতায় থাকবে। মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন আইন, অধ্যাদেশ আকারে জারি করার সিদ্ধান্তও নেয়া হয়েছে বৈঠকে। এছাড়া, আসন্ন দূর্গা পূজাঁর ছুটি ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর নির্ধারণ করা হয় মন্ত্রিসভায়।
(0)