

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
গত কয়েক মাস ধরে চালানো প্রচেষ্টা আজ সফলতার মুখ দেখবে। দিনের প্রথমভাগের কাজের গতি থাকবে অনেক বেশি। দ্বিতীয়ভাগে গতি কিছুটা লোপ পাবে। শেষ ভাগে সব পুষিয়ে নেবেন। প্রিয় মানুষের সুপরামর্শে আজ কঠিন সমস্যার সমাধান পাবেন। আজকের দিনে বাড়িতে আত্মীয় সমাগম চাইছে মন। প্রতিবেশির কারো সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে উল্লেখ করার মতো।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল


বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বিরক্ত হয়ে লাভ নেই এমন পরিস্থিতি আরও কিছুদিন থাকবে। অদ্ভুত এক দেশের গল্প শুনে আপনার আজ সেই দিকে যেতে ইচ্ছে করবে। পড়াশুনা আজ কচ্ছপের মতো এগিয়ে যাবে। আপনাকে তোষামোদ করার লোকের অভাব হবে না। যারাই এমনটি করতে আসবে তাদেরকে কাছে ভিড়তে দিবেন না। অর্থ আসি আসি করছে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না


মিথুন (২২ মে – ২১ জুন)
দিনের কাজ দিনের মধ্যে সেরে ফেলুন নইলে পস্তাবেন। আপনাকে কেউ পুতুলের মতো সাজিয়ে রেখে অবিচার করছে। আরেকটু সবুর করুন তারপর মাঠে নেমে যান। কাউকে আর তখন পাত্তা দিতে হবে না। সামনেই আপনার হাতে কিছু অর্থ আসছে। খরচ করতে হবে হিসেব করে। অচিরেই নতুন কাজের সন্ধান পাবেন।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ


কর্কট (২২ জুন – ২২ জুলাই)
দুষ্টুদের রোষানলে পড়তে পারেন। আপনাকে কেউ আজ বোকা বানাতে চাইবে। প্রেমের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এসে জুটবে। শিক্ষা ও চিকিৎসায় আজ বেশ সুফল পাবেন। অর্থ আসবে বানের জলে, তবে বান নেমে যাওয়ার আগেই সঞ্চয়ে মন দিন।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা


সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
মাথার মধ্যে ঘুরতে থাকবে কাজের চাপে। যথাসময়ে যথাযোগ্য ওষুধ যথার্থ মানুষের ওপর প্রয়োগ করতে না পারলে আরো ঘুরবে। এর প্রভাব এসে পড়বে ব্যক্তিগত কাজের ওপর। কীভাবে, তা সময় এলেই দেখতে পাবেন। দিনলিপি রেখে থাকলে তা কাজে আসবে গুরুত্বপূর্ণ তথ্য মনে করিয়ে দিতে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল


কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ প্রতিবেশির উপকারে সারাদিন দৌড়ের ওপর কাটবে। আপনার ব্যস্ততার মাঝে অযথা প্যাচাল করলে কাউকেই সহ্য হবে না। আর্থিক লেনাদেনায় আজ বিশেষ সাবধানতা বজায় রাখতে হবে। অংশীদারী ব্যবসায় বিশেষ সহায়তা পাবেন। বন্ধুদের কেউ আজ বিশেষ কোনো তথ্য দেবে। উড়িয়ে দিয়ে সুযোগ হারাবেন না।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না


তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
অতিরিক্ত ইলেক্ট্রনিক্স পণ্যনির্ভরতা কমাতে হবে। ধর্মীয় বিতর্কে কারও সঙ্গে জড়িয়ে যেতে পারেন, যা অনুচিৎ হবে। রাজনৈতিক ভবিষ্যৎ হালে পানি পেতে শুরু করবে। কারও সাহায্য পাওয়ার আশা থাকলে বাদ দিন, যেকোনো কারণেই দেরি হতে পারে। প্রিয়জনের সঙ্গে শুভসন্ধ্যা বিনিময় বাড়িয়ে দিন আজ হতে।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না


বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরনির্ভরশীলতা থেকে বিরত থাকুন। নিজের ওপর যত বেশি আস্থা আনতে পারবেন ততই আখেরে মঙ্গল। দূরে থাকুন পানি হতে। দিনের শেষভাগে পরিবর্তন লক্ষ্য করবে নিজ শরীরের। আত্মীয় স্বজন আজ বেশ পীড়া দিবে। ভ্রমণ শুভ।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি


ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পরিবর্তন আসি আসি করেও যখন আসছে না তখন বুঝে নিবেন ঘাপলাটা আপনার নিজের মধ্যে। আপনি দ্রুত সব গুছিয়ে ফেলুন বিদেশ যাত্রার বন্দোবস্ত হয়ে গেছে। পথে কাউকে চেনা চেনা মনে হতে পারে কিন্তু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ডাক দিবেন না।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ


মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আজ আপনার মনে উকি দেবে নতুন কোনো চিন্তা। সৃষ্টিশীলতায় পেয়ে বসবে আপাদমস্তক। ইদানিং লক্ষ্য করছেন যেখানেই হাত দিচ্ছেন সোনা ফলছে। আজকের দিনে তার মাত্রা বেড়ে যাবে কয়েকগুণ। অর্থভাগ্য কোনো অবস্থাতেই অশুভ হওয়ার সম্ভাবনা নেই। বন্ধুদের সঙ্গ চাইছেন, কিন্তু কেন জানি সবাই ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত থাকবে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল


কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রিয় ফুল রঙ পাল্টে হয়ে যাবে ভুল। পরশু যাকে কথা দিয়ে এসেছিলেন কিন্তু কথা রাখতে পারেননি সে আজ আপনাকে ধরবে। মুখের মিথ্যে বলার জোর আজ আর কাজে দিবে না। বিশেষক্ষেত্রে সম্পর্ক পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা


মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
চূড়ান্ত পরিণতি বরণ করতে পারে মধ্যম মাত্রার কোন মানসিক সমস্যা। আজ শারীরিক পরিশ্রম ঘটতে পারে বিশেষ কোনো কাজে। পরিশ্রম বাঁচাতে বিকল্প হতে পারে আপনার বুদ্ধির ব্যবহার। হাতে টাকা আসবে, তবে খোলামেলা লেনদেনে ফতুর হবে পুরোটাই। দীর্ঘ বিনিয়োগের শুভ সূচনা ঘটাতে পারেন নিশ্চিন্তায়। পছন্দের মানুষের ইতিবাচক সাড়া আজ আপনাকে দারুন উদ্দীপ্ত করবে। দূরযাত্রা পরিহার করা শ্রেয়।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা
(15)