এত দিন পর নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন মুগ্ধা। নায়িকার কথায়, ‘‘এটা একটা স্পেশাল ফিলিং। রাহুল আমার বন্ধুর থেকেও কিছু বেশি।’’ তা হলে বিয়ে করছেন কবে? ‘‘দেখুন, আমার পরিবারের তরফ থেকে কোনও চাপ নেই। আর বিয়ে যখন হওয়ার তখনই হবে। এটা নিয়ে আমরা এখনও কিছু ভাবিনি’’ মুচকি হেসে জানালেন নায়িকা।
সামনেই একটি ছবিতে এক সঙ্গে অভিনয় করবেন রাহুল-মুগ্ধা। তার আগে আপাতত ‘বিচ হলিডে’ কাটাচ্ছেন তারকারা। মুগ্ধার কথায়, ‘‘কো-অ্যাক্টরের সঙ্গে সম্পর্ক বন্ধুর থেকে বেশি হলে কাজটা করা আরও সহজ হয়।’’ ছুটি থেকে ফিরেই শুটিং শুরু করবেন তাঁরা।
(1)