পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার ঐতিহ্যবাহী রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন যুবলীগনেতা মোঃ আকরামুল ইসলাম। ৪ সদস্যের কমিটির অপর ৩ জন হলেন, সদস্য সচিব অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, শিক্ষক প্রতিনিধি তরুণ কুমার দাশ ও অভিভাবক সদস্য আব্দুস সবুর গাজী।
এদিকে এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য আকরামুল ইসলাম।
নতুন কমিটির এ সভাপতি জানান, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু একজন শিক্ষাবান্ধব এমপি। তিনি এলাকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মাননীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতায় আশা করছি বিজ্ঞানী পিসি রায়ের প্রতিষ্ঠিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন যথেষ্ঠ এগিয়ে নিতে পারবো। অপরদিকে সভাপতি আকরামুল ইসলামকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
(49)