রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের দেয়াড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুার জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনায় ২ যুবক আহত হয়েছে।
এব্যাপারে আহত তুরাণ মুন্সির পিতা রেজাউল মুন্সি বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছে যার নং ৫ । ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি সুত্রে জানাযায় গত ২ মে রাত ৯ ঘটিকার সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মিরাজ মল্লিকের নেতৃত্বে দেয়াড়া পশ্চিমপাড়ায় হামলা চালিয়ে এলাকায় ভীতি প্রদর্শন ও দুই যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। তাছাড়া এলাকার কয়েকজন যুবক নিখোঁজ রয়েছে।
নিখোঁজ থাকা দুই যুবকের মাতা মীনা বেগম বলেন, ধূমপান করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য মিরাজ মল্লিক (২জুন) রাত ৯ ঘটিকার সময় ২০/২৫ জনের সঙ্গবদ্ধ একটি দল নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে আক্রমণ চালায়। এসময় ঘরের মধ্যে থাকা মহিলা ও শিশুরা ভয়ে চিৎকার ও কান্নাকাটি করতে থাকে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদেরকেও মারপিট করে নীলা ফুলা জখম করে।
এ ব্যাপারে ইউপি সদস্য মিরাজ মল্লিক জানান, ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত জায়গা থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় আমার উপর একটি চক্র হামলা করলে এলাকার লোকজন সঙ্গবদ্ধ হয়ে প্রতিহত করে।
(0)