রূপসা প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা।বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাব। প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনারই অবদান’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে রূপসা উপজেলা সমাজসেবা দপ্তর আয়োজিত ২ জানুয়ারি বেলা ১১ টায় আলোচনা সভা অফিসার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা নিবার্হী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার, শিক্ষক নজরুল ইসলাম, ডাঃ রফিকুর রহমান প্রমুখ।
(0)