রূপসা প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপসা উপজেলার বাগমারা গ্রামে শিউলি (৪০) নামে এক নারী আহত হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে তার মেয়ে মনি খাতুন রূপসা থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে জানা গেছে, বাগমারা গ্রামের আব্দুল জলিল শেখ এর তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলী খাতুন কদমতলা খেলার মাঠের সন্নিকটে রেলের জমিতে দীর্ঘ দিন ধরে সন্তানদের নিয়ে বসবাস করে আসছে। তার বসত ঘরের পাশের একটি পুকুর নিয়ে প্রতিবেশী আবেদ আলী পাইকের ছেলে রসুল ড্রাইভারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন রসুল ওই পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় শিউলীর দেওয়া পুকুরের বাঁশের পাইালিং তুলে ফেলে। এনিয়ে প্রতিবাদ করলে রসুলসহ তার লোকজন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে শিউলীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করতে থাকে। এসময় মাকে বাঁচাতে ছেলে মোঃ সাকিব শেখ ছুটে এলে তাকেও মারপিট করা হয়। মারপিটের হাত থেকে রক্ষা পায়নি শিউলির ১১ বছরের নাতনী দোলাও। মারপিটে শিউলি রক্তাক্ত জখম হলে প্রতিবেশী লোকজন ও তার সন্তানেরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় শিউলির মেয়ে মনি খাতুন রূপসা থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিউলী খাতুন জানায়, এই রসুলরা আমাকে ২০ বছর ধরে নানা ভাবে নির্যাতন করে আসছে।
এব্যাপারে আবেদ আলীর ছেলে রসুল জানায়, আমি আমার পুকুর থেকে মাছ মারতে গেলে শিউলী ও তার ছেলে-মেয়েরা আমাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। শিউলীকে আমরা মারপিট করিনি।
(0)