রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের খোড়ার বটতলা নামক স্থানে মো: হেরাজ উদ্দিন এর স্ত্রী আয়সা বেগমর বিরুদ্ধে ৬ মাসের শিশু পুতা কে শারীরিক নির্যাতনের অভিযোগ।
জানা যায় আয়েশা বেগমের ছেলে মো: সাদ্দামের ৬ মাস বয়সী শিশুপুত্র সুলাইমান কে দাদি আয়েশা বেগম শারীরিক ভাবে নির্যাতন করে আসছিল। তার অমতে বাচ্চা নেওয়ার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এ নিষ্পাপ শিশুটির উপর এমন অমানুষিক নির্যাতন শুরু করেন।
স্থানীয় প্রতিবেশীরা তাকে বিভিন্নভাবে বোঝানোর পরেও ব্যর্থ হন। এমনকি প্রতিবেশীদের সাথেও খারাপ ব্যবহার করতেন। এমন নির্যাতন করায় শিশুটির এখন প্রতিবন্ধীর মত অবস্থা হয়ে গেছে।
এমতাবস্থায় পার্শ্ববর্তী লোকজন মিলিত হয়ে নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেন । অভিযোগ পেয়ে গত ৫ এপ্রিল বিকাল ৪ টার সময় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি সদস্য মোঃ আসাবুর মোড়ল ও মহিলা ইউপি সদস্য লিপিকা রানীদাস সহ স্থানীয় ব্যক্তিবর্গ সরেজমিনে উপস্থিত হয়ে শিশুটিকে দেখে বিস্মিত হন।
নির্যাতনকারী মহিলা শিশুটির দাদি এ সময় বাড়িতে না’থাকায় আগামীকাল তাকে ও শিশুটির বাবাকে নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে দেখা করতে বলেন। পাশাপাশি শিশুটিকে যেন আর কোন নির্যাতন করতে নাপারে সেদিকে লক্ষ্য রাখতে বলেন স্থানীয় লোকজনদের ও জনপ্রতিনিধিদের। এছাড়াও নির্বাহী কর্মকর্তা শিশুটির চিকিৎসার করানোর জন্য প্রতিনিধিদের নির্দেশ দেন।
(3)