রূপসা প্রতিনিধি : রূপসায় সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাসিবুল মোল্লা (১৮) নামে এক কলেজ ছাত্র আহত হয়েছে। ২৬ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল মোল্লা রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত হাছিবুলের বাবা সালাউদ্দীন মোল্লা জানান, ২৬ মার্চ সকালে তিনি তার বাড়ির সীমানায় প্রাচীর করার জন্য মিস্ত্রি দিয়ে কাজ শুরু করেন। তিনি মিস্ত্রিদের কাজে লাগিয়ে দিয়ে বাইরে গেলে পাশর্^বর্তী বাসিন্দ্রা অসিম মোল্লা কাজে বাধা প্রদান করে এবং মিস্ত্রিকে মারপিট করতে থাকে।
এসময় হাসিবুল ঘটনাস্থলে পৌঁছে ওই মিস্ত্রিকে মারপিটের হাত থেকে রক্ষা করতে গেলে অসিম মোল্লা উত্তেজিত হয়ে ধারালো রামদা দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে রক্তাক্ত জখম অবস্থায় প্রাণ ভয়ে হাসিবুল মোল্লা দৌড়ে ঘরে ঢুকে গেট বন্ধ করে দেয়। এসময় অসিম মোল্লা অশ্লিল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি-ধামকি দিতে থাকে।
একপর্যায়ে সে সালাউদ্দীন মোল্লার বসত ঘরের জানালা-দরজা ও গ্রীলের গেট কুপিয়ে ভাংচুরসহ লুটপাট চালায়। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে রূপসা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
(19)