রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার নৈহাটী নিবাসী সান প্রিন্টিং প্রেস এর স্বত্বাাধীকারী ও নৈহাটী স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম টুটুলের পিতা মোঃ মোজাম্মেল হক (৭৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে সোমবার (২৪ জুলাই) দিনগত রাত সাড়ে তিনটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার আসরবাদ নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা নামাজে ইমামতি করেন নৈহাটী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল আউয়াল।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম (মিঃ বাংলাদেশ), সাবেক কর কর্মকর্তা মোসলেম উদ্দীন মোল্লা, তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, মোঃ রহমত আলী মিন্টু, প্রভাষক মোঃ আনোয়ার হোসেন মিন্টু, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ আব্দুস ছালাম, মোঃ আরিফুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির শেখ, জামাল মোল্লা, আব্দুল হামিদ ভাষানী, মোঃ মনিরুল ইসলাম, হাসানুজ্জামান চৌধুরী মনি, আইয়ুব খান, কৃষকলীগ নেতা শামীম হাসান, বাবু মোল্লা, সবুর শেখ, সাংবাদিক হাসানুজ্জামান মনি।
এর আগে মঈনুল ইসলাম টুটুলের পিতা মোজাম্মেল হকের মৃত্যুর খবর শুনে তাকে শেষবারের মত দেখতে যান নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, বিএনপি নেতা আব্দুল মালেক, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, মাসুম সরদার, আব্দুর রাজ্জাক শেখ, রেশমা আক্তার, লিপিকা রানী দাস, প্রশান্ত দে।
(0)