রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী যুবলীগ নেতা রবিউল ইসলামের কন্যা কারিমা খাতুনকে বিদ্যুৎ বিল দিতে না পারার কারণে বিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করার প্রতিবাদে আজ ৩ জুন শনিবার সকাল ১০ ঘটিকায় আলাইপুর ব্রীজ সংলগ্ন এলাকায় আলাইপুর গ্রামবাসির আয়োজনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিউটি পারভীন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষকের স্বামী মোঃ মোকাররম শিকদার দুইজনে মিলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তারা দুজনে মিলে নানান অজুহাতে ছাত্র/ ছাত্রীদের নিকট হতে অর্থ নিয়ে লুটপাট করছে। এ কারণে কর্তৃপক্ষের নিকট দাবী জানাই যেকোন একজনকে অপসারণ করতে হবে।
ভুক্তভোগী ছাত্রী কারিমার পিতা রবিউল জানান আমার কন্যার নিকট ৬০ টাকা বিদ্যুৎ বিল বাবদ দাবী করলে আমি ৫০ টাকা দিয়েছি মাত্র ১০ টি টাকার জন্য আমার মেযেকে ছাড়পত্র দিয়ে বের করে দিয়েছে। যেখানে নারীদের শিক্ষার মান সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নারী শিক্ষার্থীর বেতন মওকুফ করেছে সেখানে আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পারভীন এবং তার স্বামী বিদ্যালয় এসএমসির সভাপতি মোকাররম একের পর এক অনিয়ম করে যাচ্ছে। একারণে আমি তদন্তপুর্বক তারা দুষীহলে শাস্তির দাবী করছি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মুসা মোল্লা সবুজ, কৃষকলীগের সভাপতি আজিজুল মোল্যা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহম্মদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা জগলুল শিকদার, ইউপি সদস্য আইরিন আক্তার। বিদ্যালয় এসএমসির সাবেক সভাপতি মোল্যা নাজির হোসেন, সমাজ সেবক রজব আলী শিকদার, হাফিজুর রহমান শিকদার, জাকির শিকদার, আজাদ শিকদার, আব্দুল সালাম শিকাদার প্রমুখ।
(0)