রূপসা প্রতিনিধিঃ রূপসায় ৮৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে ৩১ মার্চ গ্রেফতার করে।
রূপসা থানা অফিসার ইন চার্জ সরদার মোশাররফ হোসেন এর নির্দেশনায় কিসমত খুলনা ফাঁড়ির ইন চার্জ এস আই মোঃ ফারুক হোসেন ও এএসআই আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিম সেখ (৫২), পিং-আবুল সেখ, সাং- রামনগর, টুটুল (৩২), পিং-মোঃ রবিউল ইসলাম, সাং-রহিমনগর, মিরাজ সেখ, পিং-আফতাব সেখ, সাং-রহিমনগর নিকট হতে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়।
(4)