১৮ জানুয়ারী আজ সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এশিয়া ফাইন্ডেশনের সহায়তায় শেখ কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে ইউনিয়ন ইন্টারএ্যাক্টটিভ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের ফারাহ বি তাবাচ্ছুমের উপস্থাপনায় সভায় সভায় প্রশ্নোত্তর পর্বে নাগরিক ও সেবপ্রদানকারী সংস্থার পক্ষে আলোচনায় অংশগ্রহন করেন নৈহাটি ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,ইউপি সচিব এমরান হোসেন,ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন ও ইলিয়াস সরদার।
এ্যাডভোকেট আব্দুল হালিম,ফোরামের সদস্য সচিব ইমরাজ হোসেন,যুবনেতা সায়মা ফেরদৌসী। ইন্টারএ্যাক্টটিভ সভায় উপস্থিত ছিলেন রূপান্তরের প্রজেক্ট কোঅর্ডিনেটর মন্জুরুল ইসলাম, প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা,বিপুল রায়, ধনন্জয় সাহা বাপি ও মাসুদ রানা।
(3)