রূপসা প্রতিনিধিঃ রূপসায় সড়ক দুর্ঘটনাজনিত কারণে গত ২ অক্টোবর দুপুরে চাদপুর কলেজের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম ইন্তেকাল করেছে। এ ব্যাপারে রূপসা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানা পুলিশ আদমখোর নিশিদ্ধ ট্রলিসহ চালককে আটক করেছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাযায় মানবিক প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম নিজ প্রতিষ্ঠানের কিছু কাজ নিয়ে দুপুর ১২. ২০ ঘটিকার সময় মোটর সাইকেল যোগে খুলনা শিক্ষা অফিসের উদ্দেশ্যে যাত্রা করে। আনুমানিক ১২.৪০ ঘটিকার সময় রূপসা থানাধীন ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর ওয়াবদার মোড় সংলগ্ন এলাকায় সেনের বাজার টু আলাইপুর সড়কের পাকা রাস্তার উপর আসলে বিপরীত দিক থেকে আশা ইট বোঝাই ট্রলি তাকে চাপা দিলে তিনি ঘটনা স্থলে ইন্তেকাল করেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
তিনি সাতক্ষীরা জেলার তালা থানার মোড়া কুলিয়া এলাকায় মৃত আলী আহম্মদ সরদারেরর ছেলে। তেরখাদা উপজেলার হাড়ীখালি গ্রামের আফতাব মোল্লার কন্যাকে বিবাহ করে সেখানে বসবাস করতেন। তার মরিয়াম ইসলাম(৬) ও রাফিয়া ইসলাম(১) নামের দুটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রলি চালককে আটক করেছে।
(4)