রূপসা প্রতিনিধিঃ সংগঠনই শক্তি সমবায়ই মুক্তি এপ্রতিপাদ্যকে সামনে রেখে রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ২৭ জানুয়ারী বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।
বিআরডিবি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ইউসিসি লিঃ এর চেয়ারম্যান এ্যাডঃ সুশীল কুমার পাল। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ। সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামান, জুনিয়র কর্মকর্তা অমিত কুমার সরকার, রবিউল ইসলাম রবো, ইউসিসি’র সাবেক চেয়ারম্যান আবু আবজাল সরদার, গোপাল মন্ডল, শামসুর রহমান, আব্দুল গফ্ফার শেখ প্রমূখ।
সভায় সংগঠনের গতিশীল বাড়ানোর জন্য আহবান জানানো হয় এবং বছরের হিসাব প্রদান ও শ্রেষ্ঠ সমবায়দের পুরস্কার প্রদান করা হয়।
(10)