রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা ২৭ সেপ্টেম্বর২২ মঙ্গলবার সকাল ৯ টায় সামন্তসেনা দারুসসুন্নত সিদ্দিকীয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক মো. আজমল হক। বিশেষ অতিথি ছিলেন ফিল্ড অফিসার মো. ফোরকান হোসাইন, সামন্তসেনা দারুসসুন্নত সিদ্দিকীয়া মাদরাসা’র সুপার মাওলানা শফিউদ্দীন নেসারী, ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম, মাস্টার ট্রেইনার মাওলানা কামরুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মাওলানা আবু বক্কার সিদ্দিক, হাফেজ হামিদুল ইসলাম, মো. আমানুল্লাহ, আকতার খান, মাওলানা আমিরুল ইসলাম, হাফেজ কবির হোসেন, হাফেজ হারুন জমাদ্দার, হাফেজ গোলাম রসুল, হাফেজ সাইদুজ্জামান প্রমুখ ।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সহনশীল মানসিকতার পরিচয় দিতে আহ্বান জানান হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাহজাহান।
(0)