গ্রাহকের সেবা নিশ্চিত করতে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত কাজদিয়া জোনাল অফিসের উদ্যোগে শনিবার বিকাল ৩টায় রূপসা উপজেলার রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জুম কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মো. ইমদাদুল ইসলাম, রূপসা সাবজোনাল অফিসের এজিএম প্রকৌশলী অঞ্জন কুমার সরকার, নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।
গ্রাহকদের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন,প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেন, ডাঃআলহাজ্ব মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন চৌধুরী, মোঃ অলোক চন্দ্র দাস,গোলাম মোস্তফা, ইজাবুল কায়েস, আশিক আহসান লিখন, মনিরুল ইসলাম ভূইয়া, গোলাম মোস্তফা, মানিকুল ইসলাম, মোঃ মাসুম সরদার, মোঃ শাহিন।
(7)