রূপসা প্রতিনিধিঃ ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ প্রতিপাদ্য নিয়ে রূপসায় জাতীয় ভোটার দিবস মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ। যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ আনিচুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, ওসি তদন্ত সরদার ইব্রাহিম সোহেল, শিক্ষা কর্মকর্তা আঃ রব, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন।
এসময় আরও বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, আরডিও তারেক ইকবাল আজিজ, বন কর্মকর্তা মোঃ মুজিবর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, নজরূল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, টিএসবি ইউনিয়ন যুবলীগের আহবায়ক আঃ মজিদ শেখ প্রমূখ।
এ উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
(5)