রূপসা প্রতিনিধিঃ স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় (SEIP) সামাজিক প্রচার কর্মসূচি কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।
অনুষ্ঠানে ট্রেনিং সেসন পরিচালনা করেন এস ই আইপি প্রজেক্টের সোশ্যাল মার্কেটিং ফিল্ড অফিসার মো. সাকিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, ইউপি সচিব মোঃ আশরাফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন শ্রাবণ, ইউপি সদস্য আসাবুর রহমান মোড়ল, বাবর আলী, মাহফুজুর রহমান, মোঃ মাসুম সরদার, মোঃ ইলিয়াস শেখ,আঃ রাজ্জাক শেখ, শেখ মাসুম, রিনা পারভীন, রেশমা আক্তার, লিপিকা রাণী দাস, মাওলানা ওলিউল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সম্পদশালী দেশে রূপান্তর এর লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
(1)